ডেস্ক রিপোর্টার, ১৯ ডিসেম্বর।।
ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এক হিন্দু শ্রমিকের পিটিয়ে হত্যা করা হয় বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায়।হত্যার পর হিন্দু শ্রমিকের দেহ রাজপথে জ্বালিয়ে দেওয়া হয়। খুন হওয়া ব্যক্তির নাম দীপু চন্দ্র দাস। তার বাড়ি
তারাকান্দা উপজেলায়।ঘটনা বৃহস্পতিবার সময় রাত ৯টা( বাংলাদেশের সময়) নাগাদ। খুন হওয়া দীপু চন্দ্র দাস পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিক ছিলেন। সেই কারখানাতেই তাকে পিটিয়ে খুন করা।
সীমান্ত সূত্রের খবর, দীপু চন্দ্র দাসের মৃত্যু নিশ্চিত করে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে।সেখানে রাস্তার পাশে তাঁর মৃতদেহ ফেলে রেখে তাতে আগুন দেওয়া হয়। এবং উল্লাসে ফেটে পড়ে দীপুর খুনিরা।এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই টনক নড়ে ইউনূস প্রশাসনের।প্রসঙ্গত, বাংলাদেশে ফের ভয়াবহ আকার ধারন করছে ‘মব সংস্কৃতি’। এবং বাড়ছে হিন্দু নির্যাতনের স্টিম রোল। এটা আবারও প্রমাণিত হয়েছে দীপু চন্দ্র দাসের হত্যার মধ্য দিয়ে।

