গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরীফ ওসমান বিন হাদির ওপর মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
ঢাকা, ২০ ডিসেম্বর।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকা ছাড়াও নগরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল ও অবস্থান জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিবাদী ছাত্র-জনতা বিক্ষোভে নামে। একপর্যায়ে এ বিক্ষোভ সহিংস রূপ নেয়। রাজধানীর কারওয়ানবাজার ও আশপাশের এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি জাতীয় দৈনিক পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অফিস ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের একটি স্থাপনায় হামলার অভিযোগ ওঠে, যা সাংস্কৃতিক অঙ্গনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে বিক্ষোভকারীরা ফের শাহবাগ মোড় দখলে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হাদির মরদেহ বহনকারী উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে লাখো মানুষ হাদিকে শেষ শ্রদ্ধা জানায়। হাদির নামাজে জানাজা শনিবার দুপুরে জাতীয় সংসদ এলাকার পাশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরীফ ওসমান বিন হাদির ওপর মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

