ডেস্ক রিপোর্টার,২০ ডিসেম্বর।।
আজকের অন্ধকার বাংলাদেশের জন্য দায়ী কে? এক বাক্যে গোটা বিশ্ব উওর জানে এই প্রশ্নের। উওর মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাবেই এই তথ্য জানিয়ে দিয়েছিলেন। মূলত দক্ষিন – পূর্ব এশিয়াতে নিজেদের আধিপত্য বিস্তার করতে আমেরিকা শেখ হাসিনাকে ঢাল করতে চেয়েছিল। নেপথ্যে ছিলো ভারতকে দুর্বল করা। আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ খুব কৌশলে দীর্ঘ দিন ধরেই এই কাজটি করে আসছিল। শেখ হাসিনা আমেরিকার প্রস্তাবে সায় না দেওয়াতে শেষ পর্যন্ত তাঁকে গদিচুত্য করে, তাদের কাঠের পুতুল সুদখোর মো: ইউনূসকে বাংলাদেশের মসনদে বসিয়ে দেয় । শেখ হাসিনাকে সরানোর পেছনে আমেরিকা যে কান্ডারী ছিলো তা আবারও প্রমাণ করেছে তারা।

বাংলাদেশের জুলাই আন্দোলনের কুখ্যাত ভারত বিরোধী ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস তার জন্য শোক ব্যক্ত করে আনুষ্ঠানিক ভাবে।বাংলাদেশের ইউনূস বাহিনীর মতো মার্কিন দূতাবাস এই ভারত বিরোধী জঙ্গিকে তাদের শোক বার্তায় বীরের মর্যাদা দেয়। তা থেকে স্পষ্ট ভারতের বিরোধী শক্তির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা সম্পৃক্ততা বজায় রেখে চলেছে।
তবে বাংলাদেশের অস্হির অবস্হায় জল কোন দিকে গড়াচ্ছে এবং নেপথ্যে কারা খেলতে চাইছে তা ভারতের কাছেও স্পস্ট। বসে নেই নয়াদিল্লি।প্রয়োজন হলেই গ্রাস করবে বাংলাদেশকে। তার প্রস্তুতি চূড়ান্ত।

