প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজকর্ম, স্বচ্ছ শাসনব্যবস্থা ও জনকল্যান মুখী কাজের প্রতি আকৃষ্ট হয়েই কংগ্রেস ভোটাররা যোগ দিয়েছে বিজেপিতে। যোগদান সভার মঞ্চে একথা জানিয়েছেন তারা।

ডেস্ক রিপোর্টার,২২ ডিসেম্বর।।
          পাবিয়াছড়া বিধানসভায় কংগ্রেসের ভোট ব্যাংকে বড় ধাক্কা ভারতীয় জনতা পার্টির। নেপথ্যে স্থানীয় বিজেপির বিধায়ক ভগবান দাস।পাবিয়াছড়ার
মাছমারা কৃষ্ণটিলা এলাকায় কংগ্রেসের ভোট ব্যাংক থেকে ১২০জন ভোটারকে ছিনিয়ে নিয়ে আসে বিজেপি। রবিবার এক যোগদান সভার মাধ্যমে কংগ্রেস ত্যাগী ভোটারদের দলে টেনে আনেন বিধায়ক ভগবান দাস। নিজ হাতেই দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসের ভোটারদের বিজেপিতে স্বাগত জানান।
         অনুষ্ঠিত যোগদান সভায় বিধায়ক ভগবান দাস তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে। এমন কি কংগ্রেসের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেন, তিনি বলেন আপাদমস্তক কংগ্রেস নেতারা সম্মান নিতে জানেন কিন্তু তারা সম্মান দিতে জানেন না। সন্মান দেওয়াতে তাদের কালচারেই নেই। তারা মানুষকে দিতে জানে না, জানে লুট করতে।
প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজকর্ম, স্বচ্ছ শাসনব্যবস্থা ও জনকল্যান মুখী কাজের প্রতি আকৃষ্ট হয়েই কংগ্রেস ভোটাররা যোগ দিয়েছে বিজেপিতে। যোগদান সভার মঞ্চে একথা জানিয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *