“সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে বিজেপি সরকার এমজিএন – রেগার নাম পরিবর্তন করেছে। গত ১৬ ডিসেম্বর বিষয়টিকে সংসদে তুলে।১৮ ডিসেম্বর সমস্ত নিয়ম কানুন উপেক্ষা করে সংখ্যা গরিষ্ঠতার জুড়ে বিলটি পাশ করে। শেষে রবিবার গোটা দেশে ছুটির দিনে রাষ্ট্রপতির ধ্রুপদী মুর্মুর স্বাক্ষর নিয়ে
‘বি ভি–জি রাম জি’ আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার।”

ডেস্ক রিপোর্টার,২২ ডিসেম্বর।।
             সম্প্রতি কেন্দ্রীয় সরকার এমজিএন রেগার নাম পরিবর্তন করে এই প্রকল্পের নতুন নামকরণ করেছে। নতুন নাম হলো বি ভি–জি রাম জি’ । কেন্দ্রের মোদী সরকারের এই সিদ্ধান্তে সরব সিপিআইএম সহ সমস্ত পাঁচটি বামপন্থী দল। কেন্দ্রীয় সরকার এটাকে আইনেও পরিণত করেছে। এর প্রতিবাদে সোমবার আগরতলায় সিপিআইএম সহ সবকয়টি বামপন্থী রাজনৈতিক দল এক মঞ্চে এসে মিছিল ও সভা করেছে।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে বিজেপি সরকার এমজিএন – রেগার নাম পরিবর্তন করেছে। গত ১৬ ডিসেম্বর বিষয়টিকে সংসদে তুলে।১৮ ডিসেম্বর সমস্ত নিয়ম কানুন উপেক্ষা করে সংখ্যা গরিষ্ঠতার জুড়ে বিলটি পাশ করে। শেষে রবিবার গোটা দেশে ছুটির দিনে রাষ্ট্রপতির ধ্রুপদী মুর্মুর স্বাক্ষর নিয়ে ‘বি ভি–জি রাম জি’ আইন প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার।


প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই গোটা দেশের বিরোধী দলগুলি রেগার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছে। তারা সংসদের ভিতরে – বাইরে তীব্র আক্রমণ করছে বিজেপিকে। রেগার নাম পরিবর্তন নিয়ে ধারাবাহিক ভাবে রাজ্যে আন্দোলন করছে প্রদেশ কংগ্রেসও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *