ডেস্ক রিপোর্টার, ২৪ ডিসেম্বর।।
রাজধানীর মিলন চক্র এলাকায় নিজ বাড়িতেই রহস্য জনক ভাবে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা মহিলার। নাম মিনতি রায়। ঘটনা মঙ্গলবার রাতে। কিভাবে মহিলার শরীরে আগুন লেগেছে তা নিয়ে ধন্দে পুলিশ।
মৃতার মেয়ের বক্তব্য, বাড়ির জায়গা ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য মিনতি দেবীকে প্রায়শই মারধর করত তার ছেলে পার্থ সারথি রায় ও তার স্ত্রী। মৃতার মেয়ের সন্দেহ, তার ভাই পার্থ মাকে হত্যা করেছে।
মৃতার মেয়ের বক্তব্য, তার ভাই সরাসরি মায়ের মৃত্যুর খবর তাকে দেয় নি। তার ভাসুরের কাছে ফোনে মায়ের মৃত্যুর খবর দিয়েছে।
ঘুরিয়ে ফিরিয়ে মিনতি দেবীর মেয়ে তার মার মৃত্যুর জন্য ভাইকেই দায়ী করছেন। তার ভাই পার্থ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের একজন সরকারী কর্মচারী।

