ডেস্ক রিপোর্টার,২৪ ডিসেম্বর।।
ফের রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা। বুধবার সিপিআইএমের সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় হামলার চেষ্টা করে বিজেপির লোকজন। অভিযোগ বামেদের। এদিন শহরের আখাউড়া রোডস্থিত পিয়ারি বাবুর বাগান সংলগ্ন রোডে বামেদের সভা চলছিল। ঠিক এমন সময় কিছু যুবক বামেদের সভাস্থলে আসে। এবং সভা বানচালের চেষ্টা করে।সিপিআইএমের অভিযোগ , এই সমস্ত যুবকরা বামেদের সভা লক্ষ করে ছুঁড়ে ইটপাটকেল। এই নিয়ে তৈরি হয় তীব্র উত্তেজনা। যদিও উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।। এই ঘটনা কেন্দ্র করে শহরের রাজনৈতিক অঙ্গনে তৈরী হয় ঘোলাটে পরিবেশ।

