ডেস্ক রিপোর্টার,২৬ ডিসেম্বর।।
দীর্ঘদিন ধরেই খোয়াই–আগরতলা রুটে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। অভিযোগের তির আগরতলার রাধানগর স্ট্যান্ডের কর্মকর্তাদের দিকে। প্রতিদিন বিকেল চারটার পর থেকে রাধানগর বাস স্ট্যান্ডে শুরু হয় ভাড়ার জুলুমবাজি। অভিযোগ, নির্দিষ্ট ভাড়া থেকে অনেক বেশি ভাড়া দিতে হয় যাত্রীদের। ফলে যানবাহন চালকরা যাত্রীদের নিয়মিত পকেট কাটতে শুরু করে। রাধানগরের যানচালকদের দাবি, আগরতলা থেকে খোয়াই কিংবা কমলপুর রুটে যাতায়াতকারী গাড়িগুলি ফেরার পথে কোনো যাত্রী পায় না। তাই তারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। তবে অতিরিক্ত ভাড়ার বহর কম নয়।১০০ থেকেই ২০০ টাকা পর্যন্ত।
স্বাভাবিক ভাবেই কলেজ পড়ুয়া থেকে অফিস যাত্রী সহ সমস্ত অংশের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলেই গাড়ি থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় যান চালকরা। রাধানগরের যান চালকদের এই গুণ্ডারাজের বিরুদ্ধে সরব হয়েছে যাত্রীরা। তারা রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। এবং বেলাগাম ভাড়া আদায় বন্ধ করে দ্রুত অভিযুক্ত যান চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

