লংতরাই ভ্যালির মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন, মহকুমা সিপিআইএমের কর্মচারী সংগঠনের এই অফিসটি দীর্ঘ দিন ধরে বন্ধ ছিলো। আজ শানিপূজা দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় যুবকরা অফিসের দরজা খুলে। তখন দেখা যায় সিপিআইএমের কর্মচারী সংগঠনের এই অফিসের মধ্যে পড়ে রয়েছে একটি নর কঙ্কাল।

ডেস্ক রিপোর্টার, ২৭ ডিসেম্বর।।
            ধলাই জেলার  ছৈলেংটাস্থিত সিপিআইএমের কর্মচারী সংগঠনের অফিস থেকে উদ্ধার নর কঙ্কাল। এই ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফরেনসিক টিম। পুলিশ নর কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। ফরেনসিক বিশেষজ্ঞরা কঙ্কাল থেকে তাদের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
লংতরাই ভ্যালির মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন, মহকুমা সিপিআইএমের কর্মচারী সংগঠনের এই অফিসটি দীর্ঘ দিন ধরে বন্ধ ছিলো। আজ শানিপূজা দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় যুবকরা অফিসের দরজা খুলে। তখন দেখা যায় সিপিআইএমের কর্মচারী সংগঠনের এই অফিসের মধ্যে পড়ে রয়েছে একটি নর কঙ্কাল।

নর কঙ্কালের পাশের আছে শাড়ি। তাতে নিশ্চিত নর কঙ্কালটি একজন মহিলার।

নর কঙ্কালের পাশের আছে শাড়ি। তাতে নিশ্চিত নর কঙ্কালটি একজন মহিলার। মহকুমা পুলিশ আধিকারিকের ধারণা কঙ্কালটি সাত – আট মাস আগে এখানে রাখা হয়েছে। তবে ফরেনসিক টিমের চূড়ান্ত রিপোর্ট আসলেই স্পষ্ট হবে গোটা বিষয়টি।জানিয়েছেন এসডিপিও।
    

প্রশ্ন হচ্ছে, সিপিআইএমের কর্মচারী সংগঠনের

ছৈলেংটাস্থিত অফিসটি দীর্ঘ দিন ধরে বন্ধ। দরজায় ঝুলছে তালা। জানালা লাগানো। এই অবস্থায় কিভাবে এই নারীর পৌঁছলো ঘরের মধ্যে?

     প্রশ্ন হচ্ছে, সিপিআইএমের কর্মচারী সংগঠনের
ছৈলেংটাস্থিত অফিসটি দীর্ঘ দিন ধরে বন্ধ। দরজায় ঝুলছে তালা। জানালা লাগানো। এই অবস্থায় কিভাবে এই নারীর পৌঁছলো ঘরের মধ্যে? এটা খুন না নিছক মৃত্যু তা নিয়েও সন্দেহ রয়েছে।
স্থানীয়দের দাবি , নর কঙ্কালটি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা আহ্লাদী সরকারের। যদি তাই হয়ে থাকে তাহলে সিপিআইএমের কর্মচারী সংগঠনের অফিসের ভিতরে কিভাবে কিভাবে এলেন এই মহিলা। পুরো বিষয়টি নিয়েই ধন্দে রয়েছে খোদ তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *