তেলিয়ামুড়া ডেস্ক, ২৭ ডিসেম্বর।।
মর্মান্তিক। বোরেলো পিকআপের ধাক্কায় মৃত্যু হলো ছয় বছরের এক শিশুর। তার নাম অক্ষয় রিয়াং। বাড়ি মুঙ্গীয়াকামি থানা আঠারোমুড়া এডিসি ভিলেজের বিলাধন রিয়াং পাড়াতে। ঘটনা শনিবার সন্ধ্যায়। এই এলাকার জাতীয় সড়কেই ঘটনা। এই সড়ক দুর্ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।জনরোষ আছড়ে পড়ে ঘাতক বোরেলোর চালক সঞ্জীব দেববর্মার উপর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সঞ্জীব দেববর্মাকে উদ্ধার করে।
এদিন সন্ধ্যায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো শিশু অক্ষয়। এমন সময় টিআর ০৪ বি ১৮৭৭ নম্বরের একটি বোলেরো পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা অক্ষয়কে পিষে দেয়। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই ঘাতক গাড়িটিকে আটক করে। এবং চালক সঞ্জীব দেববর্মাকে গণ ধোলাই দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জনতার রুদ্ররোষ থেকে পুলিশ কোনো রকমে চালক সঞ্জীব দেববর্মাকে উদ্ধার করে সেভ জোনে নিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা শিশু অক্ষয় রিয়াংয়ের মৃতদেহ নিয়ে বসে যায় জাতীয় সড়কে।
পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুজিয়ে তেলিয়ামুড়া হাসপতালে নিয়ে আসে অক্ষয় রিয়াংয়ের মৃতদেহ। পুলিশ জানিয়ে দেয়, শিশুর দেহের ময়না তদন্ত হবে রবিবার সকালে। একথা শুনার পর হাসপাতাল চত্বরে পরিস্হিতি আরো তপ্ত হয়ে উঠে। তবে শেষ পর্যন্ত পুলিশ শক্ত হাতে পরিস্হিতি সামাল দেয়।

