কৈলাসহর ডেস্ক, ২৭ ডিসেম্বর।।
কৈলাসহরে আটক বিলেতি মদ বোঝাই বোলেরো গাড়ি। এই গাড়ি থেকে ৩ হাজার ৬০টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবী, উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য ৬ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক নান্টু দে ও সহ চালক প্রিয়তোষ দেকে। ঘটনা শনিবার দুপুরে, স্থানীয় ভগবাননগর এলাকায়।
কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানিয়েছেন, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ স্থানীয় ভগবাননগর এলাকার মূল সড়কে উৎ
পেতে বসে। তখনই পশু খাদ্য বোঝাই গাড়িটি ভগবান নগরে। পুলিশ তল্লাশি করে দেখতে পাই পশু খাদ্যের বস্তার মধ্যে বিলাতি মদের কার্টন। এরপর পুলিশ গাড়িটিকে নিয়ে আসে কৈলাসহর থানায়। গাড়ি থেকে মোট ৩ হাজার ৬০টি বিলেতি মদের বোতল উদ্ধার করে পুলিশ।

