ডেস্ক রিপোর্টার, ২৮ ডিসেম্বর।।
আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে শাসক গোষ্ঠীর দুই শরিক দলে জোর ধাক্কা বড় শরিক বিজেপির। মজলিশপুর, মান্দাই, সিমনা এই তিন বিধানসভা এলাকা থেকে মোট ২৪৬ জন ভোটার যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে। রবিবার বিজেপির রাজ্য দপ্তরে এসে শরিক দলের ভোটাররা পদ্ম শিবিরে নাম লেখায়।তিপ্রামথা ও আইপিএফটির নেতা – নেত্রী বাপী রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানি দেববর্মা, বুধিরাম দেববর্মারা তাদের ভোটারদের নিয়ে যোগ দিয়েছে বিজেপি শিবিরে। এদিন সাংবাদিক বৈঠকে দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এই ঘোষণা দিয়েছেন।

