ডেস্ক রিপোর্টার, ২৮ ডিসেম্বর।।
                       দেরাদুনে খুন হলো  রাজ্যের এক ছাত্র। তার নাম এঞ্জেল চাকমা। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সহ অন্যান্য জনজাতি ছাত্র – যুব সংগঠন। সোমবার এই ঘটনার প্রেক্ষিতে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। আস্তাবল মাঠ থেকে শুরু করবে মোমবাতি  মিছিল। মঙ্গলবার এই ইস্যুতে ডেপুটেশন দেবে এই ছাত্র সংগঠন।রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব।
         সাংবাদিক বৈঠকে চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব জানিয়েছেন অভিযোগ, এমন সময় কিছু স্থানীয় দুর্বৃত্ত এসে এঞ্জেল সহ তার সঙ্গে থাকা উত্তর – পূর্বাঞ্চলের ছাত্রদের  চিংক-মিনকি, চাইনেস, মোমোস বলে ডাকাডাকি করে। অশ্লীল ভাষায় তাদের গালমন্দ করে। এরপর এঞ্জেল সহ বাদবাকিরা প্রতিবাদ করে। তখনই মিচাল চাকমা নামে এক ছাত্রকে দুষ্কৃতীরা মারধর করে। মিচাল সম্পর্কে এঞ্জেলের ভাই। এঞ্জেল ভাইকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এঞ্জেলের।
          দেরাদুনে অবস্থানরত উত্তর পূর্বাঞ্চলের ছাত্রদের অভিযোগ, ঘটনার পর তারা স্থানীয় থানায় ছুটে গিয়েছিলো। কিন্তু পুলিশ মামলা নেয় নি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসে। শেষ পর্যন্ত অবশ্যই পুলিশ মামলা গ্রহণ করে। কিন্তু দুষ্কৃতীদের গ্রেফতার করে নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *