ডেস্ক রিপোর্টার,৩০ ডিসেম্বর।।
শেষ পর্যন্ত সত্যি হলো আশঙ্কা!আগরতলায় গ্রেফতার বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন “জামাত উল মুজাহিদিন বাংলাদেশ”- র(জেএমবি) স্লিপার সেলের এজেন্ট। তার নাম জাগির মিয়া(৩৩)। তার বাড়ি রাজধানীর পশ্চিম থানা এলাকার জয়পুরে। জাগির মূলত বাংলাদেশের জঙ্গি সংগঠন “ইমাম মাহমুদে কাফেলা” – র সক্রিয় সদস্য। এই সংগঠন পরিচালিত হয় জেএমবি’র আদর্শে।মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সঙ্গে ছিলো অসম পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা।
গত ২৮ ডিসেম্বর এসটিএফ থানার জাগির মিয়ার বিরুদ্ধে মামলা( ০৬/২০২৫) দায়ের করে পুলিশ।তার বিরুদ্ধে বিএনএস, ২০২৩-এর ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫০/১৫২/১১৩(৫) এবং ইউএপিএ, ১৯৬৭-এর ধারা ১০/১৩/১৬/৩৮/৩৯/৪০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জাগির মিয়ার গ্রেফতার থেকে স্পস্ট আগরতলা সহ গোটা রাজ্যের বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠনের সদস্যরা গোপনে ঘাঁটি গাড়তে শুরু করেছে। ত্রিপুরাকে করিডোর করে তারা ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে সতর্ক পুলিশ – গোয়েন্দা।

