ডেস্ক রিপোর্টার, ১ জানুয়ারি।।
রাজ্যে উৎপাদিত সাদা তিল গুজরাটে রপ্তানি করলো রাজ্য সরকার।বছরের প্রথম দিনে ছোট অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সাদা তিল পাঠানো হলো গুজরাটে। প্রথম দফায় ১ টন সাদা তিল পাঠানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরো পাঁচ টন তিল পাঠানো হবে গুজরাটে।বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রীর বক্তব্য, রাজ্যের দক্ষিণ জেলা এফপিসি, ধলাই এফপিসি ও ইয়াপ্পি এফপিসি থেকে এই তিল সংগ্রহ করা হয়েছে। এফপিসি গুলি রাজ্যের কৃষকদের কাছ থেকে নিয়ে মজুত করেছে তিল।
রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথের দাবি, ত্রিপুরা এখন কৃষি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চলছে। ত্রিপুরার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিজ সম্পদের কদর বাড়ছে বহিঃ রাজ্যে। এমনকি বিদেশেও।

