ডেস্ক রিপোর্টার, ১জানুয়ারি।।
নতুন বছরের শুরুতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক ব্যক্তির। তার নাম সুমন দে। তার বয়স ৩৫। বাড়ি গোপাল নগর এলাকায়।পেশায় মিষ্টির কারিগর। ঘটনাস্থল কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায়।
মিষ্টি কারিগর সুমন দে’ র স্ত্রী জানিয়েছেন, রাতে কাজ সেরে বাড়িতে আসার সময় বাইক দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
সুমন দে’র এক নিকট আত্মীয়ের কথায়, রাতে কাজ সেরে সুমন বাড়িতে আসছিল। তার বাইক ছিলো দ্রুত গতিতে।সেন্ট্রাল রোড সংলগ্ন সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ সুমন রাস্তায় ছিটকে পড়ে। তার মাথায় ছিলো হেলমেট। তা সত্ত্বেও বুকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিষ্টি কারিগর সুমন দে ছিলেন তার ঘরের এক মাত্র আয়ের উৎস। তার দুইজন কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় সুমনের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী মাম্পি মালাকার ।

