ডেস্ক রিপোর্টার,৮ জানুয়ারি ।।
         আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এডিসি অঞ্চলে সভা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রোজ নিয়ম করেই আক্রমণ শানাচ্ছেন শরিক দল তিপ্রামথাকে। সঙ্গে অবশ্যই আদ্য  শ্রাদ্ধ করছেন সিপিআইএমকে।
       এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।বুধবার রাজ্য বিধানসভায় সাংবাদিক বৈঠক করে জিতেন্দ্র চৌধুরী বিজেপি, তিপ্রামথা ও আইপিএফটিকে এক জোটে কামান দাগান। জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি প্রায়শই বলে থাকে ২৩- র বিধানসভা নির্বাচনে কংগ্রেস – সিপিআইএমের জোট ছিলো অবৈধ জোট। আসলে তা না, গনতন্ত্রকে রক্ষা করতে কংগ্রেস – সিপিআইএম জোট হয়েছিল। আর বর্তমান বিজেপি – তিপ্রামথা জোট একটা সুবিধাবাদী জোট। দুই দলের নেতারা দিল্লিতে গিয়ে দোস্তি করেন। আর রাজ্যে কুস্তি করেন। সবটাই লোক দেখানো। দুই দলের নীচু স্তরের কর্মীদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে, দিল্লিতে শীর্ষ নেতারা চলেন গলায় গলায় ধরে।
       

Date: 08/01/2026=( ADVT/ICA/C-3773/26)

এদিনের সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র চৌধুরী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দিকেও আঙুল তুলেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় ভুল তথ্য পেশ করছেন। তিনি জানেন না রাজনৈতিক ইতিহাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *