ডেস্ক রিপোর্টার, ৮ জানুয়ারি।।
রাজ্যে ফের আক্রান্ত সাংবাদিক। এবার ঘটনা রাজ্যের সীমান্ত মহকুমা গন্ডাছড়াতে। আক্রান্ত হয়েছেন সাংবাদিক সমীর কপালী। তিনি রাজ্যের একটি প্রথম সারির প্রভাতী সংবাদ পত্রের স্থানীয় প্রতিনিধি। অভিযুক্ত উত্তম দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক। মঙ্গলবার রাতে গন্ডাছড়া বাজারে এই ঘটনা। সাংবাদিক সমীর কপালী আক্রান্ত হওয়াতে বিভিন্ন্ সাংবাদিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে।

ঘটনার রাতে সাংবাদিক সমীর কপালী তার পেশাগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তার আগে তিনি যান নিজের ভাড়া দোকানে। আচমকা সেখানে গিয়ে উঠে সমাজদ্রোহী উত্তম দেবনাথ। সে সমীর কপালীর কাছে তোলা দাবি করে, দোকান ভাড়া বাবদ। উত্তম হুমকি দেয়, তাকে টাকা না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেবে। এই সমস্ত কথা বলে সমাজদ্রোহী সরাসরি হামলা করে সমীর কপালীর উপর। এবং শারীরিক ভাবে নিগ্রহ করে।
এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় থাকা সাংবাদিক সমীর কপালী গন্ডাছড়া থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত সমাজদ্রোহী উত্তম দেবনাথকে গ্রেপ্তারের জন্য ঝাল বিস্তার করে। কিন্তু এখন পর্যন্ত উত্তম পুলিশের রাডারের বাইরে।

