মৃতার মা’র অভিযোগ, তার মেয়ে অঙ্কিতাকে খুন করে ঝুলিয়ে রেখেছে তার শ্বশুর বাড়ির লোকজন। সন্তান হারা মায়ের প্রশ্ন- ঘটনার সময় বাড়িতে সবাই ছিল। তারা কেউই আঁচ করতে পারেন নি।
ডেস্ক রিপোর্টার , ১০ জানুয়ারি ।।
শাশুড়ির সঙ্গে ঝামেলার জের ধরে নিজ ঘরেই আত্মঘাতী হলেন এক যুবতী গৃহবধূ। তার নাম অঙ্কিতা সরকার। বাড়ি তেলিয়ামুড়া থানার কৃষ্ণপুর বিধানসভার বালুছড়া এলাকায়। ঘটনা শ্বশুর বাড়িতেই,শনিবার দুপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে হাসপাতাল মর্গে। অকুস্থলে যায় ফরেন্সিক টিমও। গৃহবধূ অঙ্কিতা কি সত্যিই আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রায় তিন বছর আগে কৃষ্ণপুর আমতলী এলাকার নাবালিকা অঙ্কিতা নমঃ দাস ভালবেসে বিয়ে করেছিলো কৃষ্ণপুর বালুছড়া এলাকার যুবক অনন্ত সরকারকে। বিয়ের এক বছরের মধ্যেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল অঙ্কিতা। স্বামী – কন্যাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখেছিলো মাত্র ১৯ বছরের এই গৃহবধূ। কিন্তু শনিবার দুপুরে তার এক সিদ্ধান্তে সব শেষ।
মৃতার শ্বশুর জানিয়েছেন, সকালে শ্বাশুড়ির সঙ্গে অঙ্কিতার বাকবিতণ্ডা হয়।এরপরেই কোনো এক সময় নিজের ঘরের মধ্যেই ফাঁসিতে আত্মহত্যা করে।
মৃতার মা’র অভিযোগ, তার মেয়ে অঙ্কিতাকে খুন করে ঝুলিয়ে রেখেছে তার শ্বশুর বাড়ির লোকজন। সন্তান হারা মায়ের প্রশ্ন- ঘটনার সময় বাড়িতে সবাই ছিল। তারা কেউই আঁচ করতে পারেন নি।
গৃহবধূ অঙ্কিতার মৃত্যু আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখতে পুলিশ ও ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ মৃতার বাবার বাড়ির লোকজনদের মৌখিক অভিযোগ মূলে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী অনন্ত সরকার ও শাশুড়ি কৌশল্যা সরকার’কে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।

