ডেস্ক রিপোর্টার, ১০ জানুয়ারি।।
সম্প্রতি এন রেগার নাম পরিবর্তন করেছে কেন্দ্রের মোদী সরকার। একই সঙ্গে এই প্রকল্পের আনুষাঙ্গিক কিছু বিষয়েও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে কংগ্রেস – সিপিআইএম সহ বিভিন্ন্ বিরোধী রাজনৈতিক দল।
শনিবার এনরেগা ইস্যুতে সাংবাদিক বৈঠক করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রেগা নিয়ে মিথ্যা তথ্য উগলে দিচ্ছে বিজেপি ও তাদের পরিচালিত সরকার। তারা বলছে, রেগাতে কাজের সময় সীমা একশ দিন। আসলে এই তথ্য ভুল। রেগাতে নূন্যতম একশ দিন ছিলো।

তথ্য দিয়ে প্রবীর চক্রবর্তী বলেন, দেশের পিছিয়ে পড়া বহু জেলাতে রেগার ১৫০ দিনের কাজ হয়েছে। এই তালিকায় রয়েছে রাজ্যের ধলাই জেলাও। এই কংগ্রেস নেতার বক্তব্য, অতীতে রেগার বাজেট ছিলো দেশের মূল বাজেটের ৪ শতাংশ। আর এখন মোদী সরকারের জামানায় রেগার বাজেট ১.৩৭ শতাংশ। প্রবীর চক্রবর্তীর দাবী, রাজ্য মহাকরণ ও শাসক দলের সদর দপ্তর থেকে মিথ্যা তথ্যের বুলি আওড়াছেন নেতা – মন্ত্রীরা।
রেগা ইস্যুতে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। কংগ্রেস – সিপিআইএম প্রতিদিন আক্রমণ করছে বিজেপিকে। আবার শাসক দল বিজেপিও পাল্টা আক্রমণ করছে। সব মিলিয়ে আক্রমণ – পাল্টা আক্রমণ জমজমাট রাজ্য রাজনীতি।

