ডেস্ক রিপোর্টার,১১ জানুয়ারি।।
রাজধানীর যোগেন্দ্রনগর নাথ পাড়ার জঙ্গল থেকে উদ্ধার নর কঙ্কাল। পুলিশ কঙ্কাল উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনা রবিবার দুপুরে।পুলিশের প্রাথমিক ধারণা, কঙ্কালটি একজন পুরুষের। অন্তত মাস দুয়েক আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, এদিন দুপুরে প্রাপ্ত খবরের ভিত্তিতে তারা যোগেন্দ্র নগর নাথ পাড়া জঙ্গলে আসে। এবং তারা জঙ্গলে কঙ্কালটি দেখতে পায়। জরুরী তলবে নিয়ে আসা হয় ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত কঙ্কালটি একজন পুরুষের। তবে এটি কার? বা কিভাবে জঙ্গলে এসেছে এই বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ফরেনসিক পরীক্ষা – নিরীক্ষার পর স্পষ্ট হবে বিষয়টি।
যোগেন্দ্র নগর নাথ পাড়ার জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে জনমনে।মানুষের মনে প্রশ্ন, এই কঙ্কাল কিভাবে এলো জঙ্গলে? কারা এনেছে? তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ফরেনসিক রিপোর্ট আসার পরেই।

