ডেস্ক রিপোর্টার, ১১ জানুয়ারি।।
           আগামী ফেব্রুয়ারি মাসে দেশব‍্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সিআইটিইউ সহ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। এই কর্মসূচি পালন করা হবে  রাজ্যেও। তার রূপরেখা তৈরীর উদ্দেশ্যে রবিবার শহরের মুক্তধারা হলে অনুষ্ঠিত হয় হল সভা। এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, এই মুহূর্তে ভারত সহ গোটা বিশ্বে এখন মধ্যস্বত্বভোগীদের তাণ্ডব চলছে। শ্রমিকরা নিজেরা ইনভেস্ট করে, অথচ কমিশন দিতে হয় মধ্যস্বত্বভোগীদের।
         এদিন প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিইউ’র নেতা মানিক দে তার বক্তব্যের আগাগোড়া তীব্র আক্রমণ করে ভারতীয় জনতা পার্টিকে। তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এসেই শ্রমিক স্বার্থ বিরোধী কার্যকলাপ শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *