স্পোর্টস ডেস্ক, ১১ জানুয়ারি।।
আসরে দ্বিতীয় সাক্ষাৎকার সোমবার। প্রথম সাক্ষাৎকারে ১০ উইকেটে জয় পেয়েছিল ত্রিপুরা। জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি এলিট গ্রুপে খেলার ছাড়পত্র অর্জন করতে এদিন মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মিজোরাম। গুয়াহাটির এসিএ ক্রিকেট একাডেমি মাঠে হবে ফাইনাল ম্যাচটি। অনূর্ধ্ব ১৫ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটের প্লেট গ্রুপে। প্রতিপক্ষ দলকে নিয়ে নয়, দুদলের দুশ্চিন্তা আবহাওয়াকে নিয়ে। গুহাটিতে সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। ফলে আজ যে দলই টসে জয়লাভ করবে সেই দলই প্রথমে বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাবে তা নিশ্চিত। ত্রিপুরার কোচ তপন কুমার দেব গুয়াহাটি থেকে টেলিফোনে বলেন, ফাইনাল ম্যাচে টস বরফ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যে দলই টসে জয়লাভ করবে সেই দলই বাড়তি কিছুটা সুবিধা পেয়ে যাবে। তবে আমরা যথেষ্ট আশাবাদী চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। বাট সমস্যা থাকায় এদিন কোন দলই অনুশীলন করতে পারেনি। বিকেলে দলীয় ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা সেরে নিন ত্রিপুরার কোচ। ত্রিপুরার প্রতিটি ক্রিকেটারই প্লেট গ্রুপের সেরা হওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী তার দৃঢ়তার সঙ্গে বলেন কোচ তপন কুমার দেব। মেয়েরা সেই লক্ষ্যেই মাঠে নামবে বলে জানিয়ে দেন ত্রিপুরার কোচ।

