দিল্লি বিজেপির অন্দর মহলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আর কোনো বিলম্ব নেই। রাজ্যের ঘরে ঘরে পৌষ পার্বণের পিঠে – পুলির সুগন্ধি থাকতে থাকতেই ত্রিপুরা বিজেপি পেয়ে যাবে তাদের “নতুন সভাপতি”কে। তারপরই ভর মাঘে বাঘের মতো তিনি ঝাঁপিয়ে পড়বেন পাহাড় রাজনীতিতে।
ডেস্ক রিপোর্টার, ১২ জানুয়ারি।। চলতি মাসের শেষ সপ্তাহেই অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। ঘোষনা হবে প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম। ইতোমধ্যে দিল্লি তৈরি করে নিয়েছে রোডম্যাপ। তবে, কে হচ্ছেন প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি? এই নাম লেখা আছে দিল্লি বিজেপির সদর দপ্তরে থাকা চিরকুটে। এই চিরকুটে থাকা নাম ঘোষনা করা হবে মাসের শেষ লগ্নে।
প্রদেশ বিজেপির সভাপতির চেয়ারের নতুন মালিক কে হবেন?
প্রদেশ বিজেপির সভাপতির চেয়ারের নতুন মালিক কে হবেন? তা নিয়ে বিজেপির ঘরে চর্চা চলছে জোর কদমে। রাজ্য বিজেপির কুশাভাউ ভবনের খবর অনুযায়ী, বিজেপির সম্ভাব্য সভাপতির নামের তালিকায় ঘুরাফেরা করছে হাফ ডজন নেতা – নেত্রীর নাম।
তালিকায় নাম জ্বল জ্বল করছে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের। সারিবদ্ধ ভাবে সাজানো নামের সারণিতে আছেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস। পিছিয়ে নেই প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক। তালিকায় আছেন প্রদেশ বিজেপির দুই সহ-সভাপতি তাপস ভট্টাচার্য ও পাপিয়া দত্ত। কেন্দ্রিয় নেতৃত্বের টর্চ লাইটের ফোকাসে আছেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিতও।
মূলত এই ছয় নেতা – নেত্রীর নাম ঘুরবে প্রদেশ সভাপতির মিউজিক্যাল চেয়ারের চার পাশে। যাকে কেন্দ্রিয় নেতৃত্ব উপযুক্ত মনে করবেন, চিরকুটে থাকা তার নাম বসিয়ে দেবেন মিউজিক্যাল চেয়ারে।
প্রদেশ বিজেপির নতুন সভাপতির কাছে প্রথম অগ্নি পরীক্ষা হবে আসন্ন এডিসি নির্বাচন।
দিল্লি বিজেপির অন্দর মহলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আর কোনো বিলম্ব নেই। রাজ্যের ঘরে ঘরে পৌষ পার্বণের পিঠে – পুলির সুগন্ধি থাকতে থাকতেই ত্রিপুরা বিজেপি পেয়ে যাবে তাদের “নতুন সভাপতি”কে। তারপরই ভর মাঘে বাঘের মতো তিনি ঝাঁপিয়ে পড়বেন পাহাড় রাজনীতিতে। কারণ, প্রদেশ বিজেপির নতুন সভাপতির কাছে প্রথম অগ্নি পরীক্ষা হবে আসন্ন এডিসি নির্বাচন। পাহাড় নির্বাচন সামনে রেখেই রাজনীতির বাইশ গজে সভাপতি হিসাবে শুরু করবেন ব্যাটিং।
নিশ্চিত ভাবে তিনিও চাইবেন প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার বিরুদ্ধে ২৬- র এডিসি নির্বাচনে একের পর এক ওভার বাউন্ডারি হাঁকাতে। এবং নিজেকে একজন জাত রাজনীতিক হিসাবে আরো উচুঁতে তুলে ধরতে। গেরুয়া শিবিরের দিল্লিস্থিত আতুর ঘরে প্রদেশ বিজেপির নতুন সভাপতি সংক্রান্ত চূড়ান্ত স্ক্রিপ্ট প্রস্তুত। এখন শুধু এই স্ক্রিপ্টের আত্ম প্রকাশের অপেক্ষা।