রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মহিলা এসপিও ও তার স্বামী দীর্ঘদিন ধরেই বেকার যুবক – যুবতীদের পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারনার ফাঁদ পাতে। তাদের ফাঁদে পা দেয় বহু বেকার যুবক – যুবতি। তাদের কাছ থেকে স্বামী-স্ত্রী হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। মোট টাকার পরিমান ৮ লক্ষ ২৫ হাজার।
ডেস্ক রিপোর্টার, ১৪ জানুয়ারি।।
রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারনার নিটোল জাল বুনলো স্বামী – স্ত্রী। অপরাধের মুখ্য ভূমিকায় স্ত্রী। তার নাম রিঙ্কু দাস (দেব) । ধৃত রিঙ্কু দাস স্বরাষ্ট্র দপ্তরে কর্মরত। সে একজন স্পেশাল পুলিশ অফিসার( এসপিও)।
স্বামী বাঁধন দেব। বাঁধন একজন চাকরিচ্যুত শিক্ষক(১০৩২৩)। তাদের বাড়ি রাজধানীর কলেজটিলার গান্ধী স্কুল এলাকায়। মঙ্গলবার নিজ বাড়ি থেকেই তাদেরকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার স্বামী -স্ত্রীকে আদালতে সোপর্দ করা হয়। আদালত উভয়কেই পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে।
রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের মহিলা এসপিও ও তার স্বামী দীর্ঘদিন ধরেই বেকার যুবক – যুবতীদের পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারনার ফাঁদ পাতে। তাদের ফাঁদে পা দেয় বহু বেকার যুবক – যুবতি। তাদের কাছ থেকে স্বামী-স্ত্রী হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। মোট টাকার পরিমান ৮ লক্ষ ২৫ হাজার। কিন্তু বেকারদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারে নি মহিলা এসপিও ও তার স্বামী। ধীরে ধীরে তাদের প্রতারণার জাল ছিঁড়তে শুরু করে। এবং বিষয়টি টাকা দেওয়া চাকরি প্রত্যাশীদের কাছে স্পষ্ট হয়।
সম্প্রতি শান্তনু দে নামে এক যুবক পুরো ঘটনা জানিয়ে তাদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানার মামলা(০১/২০১৬) দায়ের করেন। তার দেওয়া তথ্য থেকে মহিলা এসপিও রিঙ্কু দাস ও তার স্বামী বাঁধন দেবকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী পুলিশের ধারণা, চাকরি প্রতারণা চক্রের সঙ্গে আরও রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে। ধৃত রিঙ্কু ও বাঁধনকে জিজ্ঞাসাবাদ করলেই পর্দার আড়ালে থাকা মাস্টার মাইন্ডদের নাম প্রকাশ্যে চলে আসবে।

