রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়।

                           #সমীরণ রায়#
                       ________________

ঢাকা,১৪ জানুয়ারি।।
             চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার সম্ভব হয়নি।
এতে আরও বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ উসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।


আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটে উল্লেখ করেন, সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এ অবস্থায়, লুট হওয়া অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ ‘জীবনের অধিকারে’র চরম লঙ্ঘন হবে।
তাই রিট আবেদনে লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।উল্লেখ্য যে, আগামি ফেব্রুয়ারি ১২ তারিখে একই দিনে বাংলাদেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে।তবে সরকার একটি নির্দেশনায় বলেছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে যে ভয় ও আতংকের সৃষ্টি হয়েছে তার জন্য প্রার্থীদের নিরাপত্তায় গান ম্যান দেওয়া হবে। ১২ই ডিসেম্বর ঢাকায় দিনে দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। এক সপ্তাহ পর তার মৃত্যুর খবর আসার পর পরই ১৮ই ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশের অন্যতম দুই সংবাদ মাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়। কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া বড় এই দুই ঘটনায় আইনশৃ্ঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 


গুলির ঘটনার পরপরই ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ। তবে তারা কীভাবে আইনশৃ্ঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালালো এ নিয়ে অভিযোগ তুলেছেন রাজনীতিবিদসহ অনেকেই। ভারতের ওপর দায় চাপিয়ে দেওয়া কথায় কথায় ভারত বিরোধী আচরন এটিও পুলিশের দায় এড়িয়ে যাওযার একটি কৌশল হতে পারে বলে অনেকে মনে করছেন।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার রাতেই ঢাকায় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি, রাজশাহী-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সহিংসতা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এর জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকেই দায়ী করছেন।
তিনি বলেন, ’যে ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিত থাকার কথা অর্থাৎ যে ধরনের স্থিতিশীলতা প্রয়োজন সেই জায়গাটা তৈরি হচ্ছে না। কখনো মনে হচ্ছে, পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে। আবার কিছুদিন পরই সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ নতুন কোনো অস্থিরতা সৃষ্টি হলে সেটাকে দ্রুততার সঙ্গে মোকাবিলা করার সক্ষমতা আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরির্পূণভাবে তৈরি হয়নি’। এ ছাড়াও আওয়ামি লিগ একটি বড় দল, যে দল তিনটি ট্রার্ম  ক্ষমতায় ছিল সেই বৃহৎ বড় দলটিকে বাদ দিয়ে নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? আন্তর্জাতিক গ্রহণযোগত্যা পাবে? এটি একটি প্রশ্ন। কিনি বলেন, ইতোমধ্যেই খুনখারাবি বেড়েছে। অবৈধ অস্ত্র উর্ধারে সরকারের ব্যার্থতা ফুটে উঠেছে। হয়তো এ আশংকা থেকে নির্বাচনে স্থগিতে রিট হয়েছে’।
          
                   
                    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *