শেষ বছরের ২৭ ডিসেম্বর ছোট্ট শিশুদের মাঝে গড়ে ওঠা ঝগড়াকে কেন্দ্র করে বিশালগড়ের ১নম্বর চন্দ্রপুর গ্রামের উপপ্রধান বিশ্বজিৎ সরকার সেই গ্রামেরই বাসিন্দা শিপ্রা সরকারকে (মজুমদার) তার বাড়িতে গিয়ে মারধর করেছে। আক্রান্ত মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা।

বিশালগড় ডেস্ক,১৬ জানুয়ারি।।
            ২০১৮ সালে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিশালগড়ে প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। অভিযোগ, গত বছরের ২৭ ডিসেম্বর ছোট্ট শিশুদের মাঝে গড়ে ওঠা ঝগড়াকে কেন্দ্র করে বিশালগড়ের ১নম্বর চন্দ্রপুর গ্রামের উপপ্রধান বিশ্বজিৎ সরকার সেই গ্রামেরই বাসিন্দা শিপ্রা সরকারকে (মজুমদার) তার বাড়িতে গিয়ে মারধর করেছে। আক্রান্ত মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা। উপপ্রধান বিশ্বজিৎ সরকারের রুদ্ররোষ থেকে বাদ যায় নি তার মেয়েও। ঘটনার পরও শিপ্রা সরকারের মেয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করেন।  কিন্তু মামলা দায়ের হওয়ার এক পক্ষ কাল পরও অভিযুক্ত উপপ্রধান বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি বিশালগড় থানার পুলিশ। কারণ অভিযুক্ত বিশ্বজিৎ শাসক দল বিজেপির হোমরা চোমরা নেতা। এই কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও – বেটি পড়াও স্লোগান ফিকে হয়ে গেলো বিশালগড় থানার পুলিশের কাছে। বিশালগড় এই ভূমিকায় ছিঃ ছিঃ রব উঠেছে সংশ্লিষ্ট অঞ্চলে।


শুক্রবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ছুটে যান
শিপ্রা সরকার মজুমদারের বাড়িতে। সেখানে গিয়ে তারা কথা বলেন আক্রান্ত শিপ্রা সরকার ও তার নাবালিকা মেয়ের সঙ্গে। মহিলা কংগ্রেসের নেতৃত্বের সামনে বিজেপির উপপ্রধান বিশ্বজিৎ সরকারের নির্যাতনের করুন কাহিনী তুলে ধরেন আক্রান্ত শিপ্রা সরকার। পরবর্তী সময়ে মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল ছুটে যান বিশালগড় থানায়। তারা কথা বলেন থানার ওসির সঙ্গে। ঘটনার দ্রুত সুষ্ঠ তদন্ত সহ অভিযুক্তকে গ্রেফতারের দাবী জানিয়েছে মহিলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ মহিলা কমিটির সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জনিয়েছেন, প্রায়শই মহিলাদের উপর এই ধরনের ঘটনা ঘটছে। আর পুলিশ আড়াল করছে মূল অপরাধীদের। চন্দ্রপুরের ঘটনা পুলিশ কোনো বিহিত না করলে মহিলা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *