বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচনের ঐতিহ্য বজায় রেখেই এক মাত্র মনোনয়ন জমা করেন নীতিন নবীন।সোমবার নীতিনের সমর্থনে প্রথম সেটের মনোনয়ন জমা পড়ে মোদীর নামে।নীতিন নবীনের সমর্থনে মনোনয়ন জমা দেন প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিজেপি সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্ব এবং জাতীয় পরিষদের সদস্যেরা

ডেস্ক রিপোর্টার,২০ জানুয়ারি।।
                           প্রত্যাশিত ভাবেই সর্ব ভারতীয় বিজেপির নতুন সভাপতি হয়েছেন বিহারের পাঁচবারের বিধায়ক নীতিন নবীন। কাগজে-কলমে নির্বাচন হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৫ বছরের নীতিন নবীন দেশের শাসক দল বিজেপির সভাপতি হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সভাপতি জেপি নড্ডার হাত থেকে দলের দায়িত্ব নেবেন নীতিন। সোমবার শেষ হয় তাঁর নির্বাচনী প্রক্রিয়া। গত ডিসেম্বরে নীতিন নবীনকে সর্ব ভারতীয় বিজেপি দলের কার্যকরী সভাপতির চেয়ারে বসিয়েছিল। তখনই আঁচ পাওয়ার যায়, জেপি নাড্ডার স্থলাভিসিক্ত হচ্ছেন নবীনই।কারণ, তাঁর পূর্বসূরি নড্ডার ক্ষেত্রেও একই ছিলো রীতি।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচনের ঐতিহ্য বজায় রেখেই এক মাত্র মনোনয়ন জমা করেন নীতিন নবীন।সোমবার নীতিনের সমর্থনে প্রথম সেটের মনোনয়ন জমা পড়ে মোদীর নামে।নীতিন নবীনের সমর্থনে মনোনয়ন জমা দেন প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিজেপি সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্ব এবং জাতীয় পরিষদের সদস্যেরা।
     সভাপতি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন  বিজেপি নেতা কে লক্ষ্মণ। তিনি জানিয়েছেন, ‘‘নীতিনের সমর্থনে মোট ৩৭ সেট মনোনয়ন জমা পড়েছে। অন্য কোনও প্রার্থীর নামে মনোনয়ন জমা পড়েনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নীতিন।
             নীতিন নবীন সভাপতির চেয়ারে বসেই পড়বেন কঠিন চ্যালেঞ্জের মুখে। সামনেই দেশের পাঁচ রাজ্যের নির্বাচন। এই পাঁচ রাজ্যের মধ্যে অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিজেপির দখলে। বাদবাকি তিন রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ু বিরোধীদের দখলে। বিরোধীদের থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে এবার গুরু দায়িত্ব বর্তালো বিহারের পাঁচ বারের বিধায়ক নীতিন নবীনের কাঁধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *