রঞ্জির পয়েন্ট টেবিলের নিরিখে মরশুমে পাঁচ ম্যাচ খেলে উত্তরাখণ্ডের পয়েন্ট ১৫ এবং ত্রিপুরার পয়েন্ট ৬। তাই শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে সফরকারী দল উত্তরাখণ্ড। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না ত্রিপুরাও।
স্পোর্টস ডেস্ক,২০ জানুয়ারি।।
ঘরের মাঠে রঞ্জি ট্রফির পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। দুই দলের এই চারদিনের ম্যাচ শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। এই মরশুমে ঘরের মাঠে এটি হবে ত্রিপুরার তৃতীয় ম্যাচ। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে শক্তিশালী উত্তরাখণ্ডকে আটকে দিতে বদ্ধ পরিকর ত্রিপুরার ছেলেরা। এর আগে এমবিবি স্টেডিয়ামে বাংলা ও অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছিল ত্রিপুরা।

রঞ্জির পয়েন্ট টেবিলের নিরিখে মরশুমে পাঁচ ম্যাচ খেলে উত্তরাখণ্ডের পয়েন্ট ১৫ এবং ত্রিপুরার পয়েন্ট ৬। তাই শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে সফরকারী দল উত্তরাখণ্ড। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না ত্রিপুরাও।
সোমবার কুনাল চন্দেলার নেতৃত্বে উত্তরাখণ্ড দলের ক্রিকেটাররা রাজ্যে এসেছে। দলে নামিদামি কোনও ক্রিকেটার না থাকলেও প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট লড়াকু। অন্তত আগের ম্যাচের পারফরমেন্সেই তা ইঙ্গিত করে।উত্তরাখণ্ডের ম্যাচকে সামনে রেখে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরার ক্রিকেটাররাও করছে নিয়মিত অনুশীলন।

