ডেস্ক রিপোর্টার, ২১ জানুয়ারি।।
কেন্দ্রীয় সরকারের চরম শ্রমজীবী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে দেশ ব্যাপি ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ। আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘট। এই ধর্মঘট সফল করতে বুধবার আগরতলায় সিআইটিইউ- র রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এক কনভেনশন। এই কনভেনশন হয় মূলত পরিবহন শ্রমিকদের নিয়ে। কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিনের কনভেনশনে প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিইউর নেতা মানিক দে তাঁর ভাষণে তীব্র আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার একটি ফ্যাসিস্ট সরকার। মানুষের প্রতিবাদ করার শক্তি ছিনিয়ে নিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। কিন্তু মানুষ ভয়ে প্রতিবাদ করছে না। মানুষ প্রতিবাদ না করাতেই ফ্যাসিস্ট শক্তি আরো জাকিয়ে বসেছে।
এই কনভেনশনে উপস্থিত সিআইটিইউ- র অন্যান্য নেতারাও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। এবং ধর্মঘটে সামিল হওয়ার জন্য সমস্ত শ্রমিক – কৃষকদের আহ্বান জানান।

