ধর্মনগর ডেস্ক,২১ জানুয়ারি।।
ধর্মনগরের সাকাইবাড়ি স্থিত হলি ক্রস কনভেন্ট স্কুলে সরস্বতী পূজা উদযাপন নিয়ে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর পূজা আয়োজনের অনুমতি চেয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা কমিটি। তবে এখনও পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।
বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্বের দাবী,হলি ক্রস কনভেন্ট স্কুলে বর্তমানে প্রায় ৯০–৯৫ শতাংশ ছাত্রছাত্রী হিন্দু বাঙালি সম্প্রদায়ের। সংগঠনের দাবি,শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হলে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে উপকৃত হবে এবং আনন্দের সঙ্গে উৎসবে অংশ নিতে পারবে। স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব নিয়মের কথা উল্লেখ করে পূজা উদযাপনের অনুমতি দিতে অস্বীকার করে আসছে বারবার । এই বিষয়টি নিয়ে গত ১৬ জানুয়ারি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনও স্পষ্ট সমাধান মেলেনি। তবে তারা কথা দিয়েছে ২৩ জানুয়ারি স্কুল বন্ধ। তাই ২২ জানুয়ারি পুজো সংক্রান্ত কিছু একটা করবে।
এই উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের হলি ক্রস কনভেন্ট স্কুল প্রাঙ্গণে সরস্বতী পূজা পালনের অনুমতি এবং এ বিষয়ে স্পষ্ট লিখিত ব্যাখ্যার দাবিতে স্কুলের অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিক ভাবে ফের চিঠি পাঠায় বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সমিতি।

