ধর্মনগর ডেস্ক, ২১ জানুয়ারি।।
                   চাইল্ড লাইনের তথ্যের ভিত্তিতে এবং প্রশাসনের অতন্দ্র প্রহরায় ধর্মনগর মহকুমায় আরও একটি বাল্যবিবাহ রুখে দেওয়া সম্ভব হয়েছে। বুধবার ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট  জিনিয়াস দেববর্মার দ্রুত হস্তক্ষেপে এক নাবালিকার বিয়ে বন্ধ করা হয়।  ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন ইছাইলালছড়া গ্রামের এক নাবালিকার পরিবার তার ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের আয়োজন করেছিল।
প্রাপ্ত খবরের ভিত্তিতে ডিসিএম জিনিয়াস দেববর্মা কদমতলা পুলিশ, স্থানীয় গ্রাম প্রধান এবং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সরাসরি নাবালিকার বাড়িতে হাজির হন। প্রশাসনের প্রতিনিধিরা সেখানে গিয়ে মেয়েটির জন্ম সংক্রান্ত প্রয়োজনীয় নথি যাচাই করেন। নথিপত্র পরীক্ষা করে দেখা যায়, মেয়েটির বর্তমান বয়স ১৭ বছর ১১ মাস ১৯ দিন, অর্থাৎ ১৮ বছর পূর্ণ হতে তখনও কয়েকদিন বাকি। আইনি জটিলতা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রশাসনের কর্মকর্তারা মেয়েটির পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনার পর পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। জানিয়েছেন ডিসিএম জিনিয়াস দেববর্মা।প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় একটি নাবালিকার ভবিষ্যৎ সুরক্ষিত হলো। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *