মন্ডল সভাপতি হওয়ার পর থেকেই নানান ভাবে রাজীব সাহা জমি ব্যবসার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় বলে অভিযোগ। রাজীবের নেতৃত্বে বড়জলা কেন্দ্রের বহু জায়গাতে রগরগে জমি বাণিজ্য শুরু করে তার সাগরেদরা। 

ডেস্ক রিপোর্টার, ২৪ জানুয়ারি।।
               ছিঃ ছিঃ। অসহায় মানুষের জমি হরণের অভিযোগ বড়জলা মন্ডল সভাপতি রাজীব সাহার বিরুদ্ধে। তাকে আটক করলো এয়ারপোর্ট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে আরও রাঘব বোয়ালের নাম। আশঙ্কা পুলিশের।
            অভিযোগ, রাজীব সাহা মন্ডল সভাপতি হওয়ার আগেই অবৈধ জমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলো সে।কয়েকবার তার আসে প্রকাশ্যে। তখন রাজীব ছিলো বড়জলা মন্ডলের যুব মোর্চার সভাপতি। তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল ঊষাবাজারের সমাজদ্রোহী তথা দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল মাস্টার মাইন্ড রাজীব সাহার। অবশ্যই সমান ভাবে তার সম্পর্ক ছিলো দুর্গা প্রসন্ন ‘ র সঙ্গেও। অভিযোগ, সিপিডব্লুডি- র নিগোসিয়েশন বাণিজ্য থেকে কমিশন পেয়ে থাকতো রাজীব।
       মন্ডল সভাপতি হওয়ার পর থেকেই নানান ভাবে রাজীব সাহা জমি ব্যবসার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় বলে অভিযোগ। রাজীবের নেতৃত্বে বড়জলা কেন্দ্রের বহু জায়গাতে রগরগে জমি বাণিজ্য শুরু করে তার সাগরেদরা।
       বড়জলা মন্ডল সভাপতি চেয়ারের অপব্যবহার করে জমি সংক্রান্ত নানান অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত এবার পুলিশের ডাক পড়লো রাজীব সাহার। তবে পুলিশ এই মামলার তদন্ত কতটা এগিয়ে নিতে পারবে? এটা নিয়েও ধোঁয়াশা রয়েছে জনমনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *