ডেস্ক রিপোর্টার,২৪ জানুয়ারি।।
ত্রিপুরা এখন মাদকের রাজধানী।প্রতিদিন পুলিশ উদ্ধার করছে মাদক সামগ্রী। শুক্রবার রাতে শহরের ধলেশ্বর আট নম্বর রোড থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শঙ্খদীপ রায়। রাতে টহলের সময় পূর্ব থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, রাতে যানবাহন তাল্লাসির সময় শঙ্খদীপ রায়কে বাইক সহ আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে পাঁচশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। পরে পুলিশ তার বাড়িতেও অভিযান চালায়। কিন্তু বাড়িতে কিছুই পাওয়া যায় নি। শনিবার তদন্তকারী পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়।

