ডেস্ক রিপোর্টার, ২৫ জানুয়ারি।।
সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর “পদ্মশ্রী” সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের সন্তান নরেশ চন্দ্র দেববর্মা।ককবরক ভাষা সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়।২০২৪ সালে রাজ্য সরকার ককবরক ভাষার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের পেয়েছিলেন ত্রিপুরাভূষণ সম্মান। এবার গুণী নরেশ চন্দ্র দেববর্মাকে সন্মান দিয়েছে ভারত সরকার।
নরেশ চন্দ্র দেববর্মার এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “জাতীয় স্তরে তাঁর এই সম্মাননা নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের গৌরবকে আরও উজ্জ্বল করেছে। তাঁর এই কৃতিত্ব বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।”

