ডেস্ক রিপোর্টার,২৬ জানুয়ারি।।
রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো
৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার প্রজাতন্ত্র দিবসের রাজ্যের মূল অনুষ্ঠান হয় আগরতলার আসাম রাইফেল ময়দানে। এদিন আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয় রাজ্য পুলিশ – টিএসআর সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরেন। এবং শক্তিশালী নতুন ভারতের নানান দিক নিয়ে আলোচনা করেন।
পরিষ্কার ভাবে বলতে গেলে দৃপ্ত পদচারণায় কুচকাওয়াজ, সুশৃঙ্খল প্যারেড এবং মনোমুগ্ধকর নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় গৌরব, ঐক্য ও দেশপ্রেমের এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। আগরতলা ছাড়াও রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস।

