ডেস্ক রিপোর্টার,৪এপ্রিল।।
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ পর্বের পর মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জেপি নাড্ডার নিরন্তর পথ নির্দেশনার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত নানান বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন জেপি নাড্ডার সঙ্গে।এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের প্রশংসা করেছেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

সামনেই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।