ডেস্ক রিপোর্টার,৭মে।।
সরকারি কৃষিজ সার খোলা বাজারে চড়া দামে বিক্রির অভিযোগ তেলিয়ামুড়া বাজারের শুভম ফার্টিলাইজার নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।এই ঘটনা প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব দে জানিয়েছেন,”তিনি বিষয়টি অবগত হয়ে সাথে সাথে সেক্টর অফিসারকে অতিসত্বর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্তের অভিযোগ প্রমাণিত হলে শুভম ফার্টিলাইজারের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে এবং নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা।”
এলাকায় কান পাতলে শোনা যায়, তেলিয়ামুড়ার জনৈক কৃষকের কাছ থেকে শুভম ফার্টিলাইজারের কর্ণধার সুভাষ দেবনাথ অবৈধভাবে ক্রয় করেন প্রফুল্ল সুপার নামক সারের ছয়টি বস্তা(ফসফেট সার)। প্রতিটি বস্তাতে থাকা সারের ওজন পঞ্চাশ কেজি। অর্থাৎ কৃষকের কাছ থেকে শুভম ফার্টিলাইজার মোট তিনশ কেজি সার ক্রয় করে। বিনিময়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান কৃষককে দেয় ২৪০০ টাকা।
অভিযোগ, পরবর্তী সময়ে শুভম ফার্টিলাইজার চড়া দামে খোলা বাজারে বিক্রি করে এই সার।কিন্তু সারের বস্তা গুলিতে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘Only Tripura GOVT. Supply’। ক্ষেতে ব্যবহার করার জন্য সরকার থেকে কৃষকদের বিনামূল্যে এই সার দেওয়া হয় থাকে। এই সার খোলা বাজারে বিক্রি করা নিষেধ।জানা যায়, এই সার দুর্নীতির সঙ্গে তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অফিসের একটি চক্র জড়িত।একটি বিএলডব্লু স্টোর থেকে কৃষকের মাধ্যমে অবৈধ ভাবে সার ব্যবসায়ীদের সরবরাহ করা হয়।
