ডেস্ক রিপোর্টার,১লা জুন।।
গোটা মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি’র বাইক বাহিনীর আস্ফালন। সিপিআইএম নেতা-কর্মীদের বাড়িতে প্রবেশ করে মারধর,ভাঙচুরের ঘটনা সংঘটিত করেছে বাইক বাহিনী। অভিযোগ সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাসের। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা বলেন তিনি।পুরো ঘটনা জানিয়ে জেলার বাম নেতৃত্ব দ্বারস্থ হয়েছে পুলিশের। নাম-ঠিকানা দিয়ে বাইক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সিপিআইএমের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিপিআইএম নেতা রতন দাস জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে বাইক বাহিনী সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। হামলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়।এবং শেষ হয় দুপুর দেড়টা নাগাদ। সাংবাদিক সম্মেলন করে রতন দাস বলেন , মোহনপুরের ঐরান চৌমুহনী থেকে শুরু হয় বাইক বাহিনীর সন্ত্রাস। এরপর ধারাবাহিক ভাবে কলাগাছিয়া, বিজয় নগর ,ছেচুরিয়া অঞ্চলে বাম নেতা-কর্মী-সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায় দুস্কৃতিরা।দুস্কৃতিদের হামলায় প্রদীপ দেবনাথ,মানিক সূত্রধর, মানিক দেব,রমন দে, বিশু আচার্য্য, এনজয় সূত্রধর,সজীব ভট্টাচার্য সহ মোট আট জন আক্রান্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘরে।
সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, দুস্কৃতিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে দিলীপ দাস,নির্মল দেব,সুজিত দেব,বিকাশ দাস,জিবেশ দাস সহ আরো অনেকে। গোটা দিনের সন্ত্রাসী কার্যকলাপে মোট ৬২টি বাইক ব্যবহার করে দুস্কৃতিরা।
কমিউনিস্ট নেতা রতন দাস বলেন, ডা:মানিক সাহা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই রাজ্যের সুষ্ঠ আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেছিলেন।কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।পরিস্থিতি ভয়াবহ।
রতন দাস বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিধানসভা এলাকাতে ভয়ের পরিবেশ বিরাজ করেছে। মানুষ আতঙ্কিত।মন্ত্রীর ঘনিষ্ঠরা এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে গোটা বিধানসভা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *