ডেস্ক রিপোর্টার,১১জুন।।
মদের আসর থেকে স্বামীকে ডেকে আনার অপরাধে রক্তাক্ত হলেন স্ত্রী। গুরুতর আহত স্ত্রী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত স্ত্রীর নাম সংগীতা তাঁতি।ঘটনা শুক্রবার ভোরে। ঘটনাস্থল উত্তর জেলার যুবরাজ নগর বিধানসভার অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড এলাকার বীরেশ পাড়ায়। অভিযুক্ত স্বামী রঞ্জিত তাঁতিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার তদন্তকারী পুলিশ ধৃত রঞ্জিতকে আদালতে সোপর্দ করবে।

তদন্তকারী পুলিশ জানিয়েছে, রঞ্জিত তাঁতি ও তার স্ত্রী বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বিয়ে বাড়িতে নিমন্ত্রনে যান। বিয়ে বাড়িতে গিয়ে রঞ্জিত এক ব্যক্তির সঙ্গে বসে কু-আড্ডায় ব্যস্ত ছিলেন। তখন বিষয়টি নজরে আসে স্ত্রী সংগীতা তাঁতির। সঙ্গে সঙ্গে সংগীতা বকাঝকা করে স্বামী রঞ্জিতকে নিয়ে আসে। তাতে অপমান বোধ করে রঞ্জিত। এবং সে প্রতিবেশীর বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভোরে রঞ্জিত নেশা গ্রস্থ অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রী সংগীতাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। সংগীতার চিৎকার শুনে আশপাশের এলাকার ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ।রক্তাক্ত অবস্থায় সংগীতাকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর হাসপাতালে। শারীরিক অবস্থা অবনতি হওয়াতে সকালে জিবি হাসপাতালে রেফার করা হয়।
পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত স্বামী রঞ্জিত তাঁতিকে। এবং নিয়ে আসে থানায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। পুলিশের প্রাথমিক তদন্তে রঞ্জিত জানায়, বন্ধুর সামনে স্ত্রী সংগীতা তাকে বকাঝকা করেছে।এই কারণেই স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *