
ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
বিশ্বমানের হীরার গয়নার সমাহার এখন আগরতলার স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলারিতে। বিশ্বের নাম জাদা হীরের গয়না প্রস্তুতকারী জুয়েলারি “কৃষ্ণা ডায়মন্ডে”র সঙ্গে নতুন চুক্তি হয়েছে আগরতলার স্বর্ণকমল জুয়েলারির। এখন থেকে কৃষ্ণার ডায়মন্ড জুয়েলারির হরেক রকমের হীরের গয়না পাওয়া যাবে স্বর্ণকমলে। যৌথ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন স্বর্ণকমল জুয়েলারির কর্ণধার গোপাল চন্দ্র নাগ ও কৃষ্ণ ডায়মন্ড জুয়েলারিস ডিরেক্টর পরাগ সাউ। অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বর্ণ কমল জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জুহিলি দেববর্মা।

স্বর্ণকমলে হীরের গয়নার সমাহার।
কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি ডিরেক্টর পরাগ সাউ জানিয়েছেন, এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে ব্যবসা করছে কৃষ্ণা ডায়মন্ড। দেশ-বিদেশে এই জুয়েলারিরতে তৈরি হীরের গয়নার চাহিদা প্রচুর।দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গাতেই কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারির হীরের গয়নার জনপ্রিয়তা তুঙ্গে। চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন দামের হীরের গয়না রয়েছে এই জুয়েলারিতে। কৃষ্ণা ডায়মন্ডের প্রস্তুত করা সমস্ত হীরের গয়না এখন পাওয়া যাবে আগরতলার স্বর্ণকমল জুয়েলারিতে।
রাজধানীর স্বর্ণকমল জুয়েলারীর কর্ণধার গোপাল চন্দ্র নাগ ভূয়সী প্রশংসা করেছেন কৃষ্ণ ডায়মন্ড জুয়েলারিতে তৈরি হীরের গয়নার। গোপাল চন্দ্র নাগের কথায়, এখন হীরের গয়নার প্রতি রাজ্যের মানুষের ঝুক ঝোঁক বেড়েছে। তাদের চাহিদা পূরণের জন্যই স্বর্ণকমল চুক্তি করেছে কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারির সঙ্গে । এখন থেকে কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারিতে তৈরি সমস্ত রকমের হীরের গয়না পাওয়া যাবে স্বর্ণকমলে। সমস্ত ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন দামের হীরের গয়নার ব্যবস্থা রাখা হয়েছে স্বর্ণকমল জুয়েলারীতে।