
ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির জয়ের আনন্দের জোয়ারে ভাসছে বাংলার গেরুয়া শিবির। নিঃসন্দেহে ত্রিপুরার জয়ের প্রভাব পড়বে বাংলার রাজনীতিতেও। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের জন্য বাংলার বিজেপি সংবর্ধনা দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে।

এই সংবর্ধনা অনুষ্ঠানের বাংলার বিজেপি ম্যারাথন বৈঠক সেরে নিয়েছে। বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক সুনীল দেওধরের নেতৃত্বে কলকাতাতে হয়েছে বৈঠক।এই বৈঠকে রাজ্য থেকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।

অমিত রক্ষিত নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন।এবং বলেন, বাংলার বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা ও প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হবে। নিঃসন্দেহে বাংলার বিজেপির পক্ষ থেকে মেগা সংবর্ধনা অনুষ্ঠান ত্রিপুরার বিজেপির জন্য রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

দেশের হিন্দু বলয়ের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও বাংলায় এখনও মসনদে বসতে পারে নি। তবে বাঙালি বসবাসকারী ত্রিপুরায় ২০১৮ সালেই ফুটেছিল পদ্ম ফুল।এরপর ২৩ – এও জয়ের ধারা অব্যাহত থাকে। বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা।

স্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহাকে সামনে রেখে বাংলার মানুষের ভাবাবেগে আঘাত করে মমতার রাজ্যে পদ্ম ফুটানোর কৌশল নিয়েছে বিজেপি।এমনটাই মনে করছেন রাজনীতিকরা।