ডেস্ক রিপোর্টার, ২৬জুলাই।।
              যে কোনো নির্বাচন আসলেই বাজার ধরতে চাই রাজ্যের নখ দন্ত হীন বৈরীরা।এবারও তার ব্যতিক্রম নয়।২৪- র লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের মাথা চাড়া দিতে চাইছে জঙ্গিরা। তবে এবার নতুন নামে। এনএলএফটি’ র অবশিষ্ট অংশ ভেঙ্গে গঠিত হবে নতুন সংগঠন।এই দলের উপদেষ্টা হিসাবে থাকবে বিশ্বমোহন।এমন হাড়হিম করা খবর রয়েছে গোয়েন্দার কাছে। ইতিমধ্যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে গোয়েন্দার পক্ষ থেকে প্রাথমিক রিপোর্টও নাকি জমা দিয়েছে।


গোয়েন্দার তথ্য বলছে,নতুন সংগঠনের জন্য ধাপে ধাপে পাহাড় থেকে নতুন যুবকদের বৈরী দলে নিয়োগ করা হচ্ছে। তাদেরকে প্রশিক্ষনের জন্য প্রথমে বাংলাদেশ এবং পরে মায়ানমারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৭ জন যুবককে নিয়ে যাওয়া হয়েছে। জনজাতি যুবকদের বাছাই করার জন্য পাহাড়ে সক্রিয় ভাবে কাজ করছে বৈরীদের স্লিপার সেলের এজেন্টরা।মূলত তারাই খুঁজে খুজে নতুন যুবকদের বের করছে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে।


সম্প্রতি খোয়াইয়ে বৈরীদের একজন স্লিপার সেলের এজেন্টকে গ্রেফতার করেছিল পুলিশ।তার নাম রাজেশ দেববর্মা। রাজেশের  ছেলে  ধীমান রয়েছে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিতে।সেখানে বসেই বাবাকে দিয়ে পাহাড়ে চাঁদার নোটিশ ছড়িয়ে দিত।এবং আদায় করতো চাঁদা। বাংলাদেশের জঙ্গি ঘাঁটিতে বসে মোবাইলে ভিডিও কল করে চাঁদার জন্য হুমকি দেয় ধীমান।  রাজেশকে গ্রেফতারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।


পরবর্তী সময়ে গোয়েন্দারা মাঠে নেমে রাজ্যের জঙ্গিদের বর্তমান কার্য কলাপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে। এই তথ্য পেয়ে মাথা ঘুরে যায় গোয়েন্দার। হঠাৎ করে বৈরীরা নতুন ভাবে সেজে উঠার পরিকল্পনা নিতেই  ব্যতি ব্যস্ত হয়ে উঠেছে পুলিশ। গোয়েন্দার কাছে বেশ কিছু নতুন বৈরীদের নাম উঠে এসেছে। এই মুহূর্তে পুলিশ – গোয়েন্দা গোপন রাখছে।এই সকল বৈরীদের বাড়ি ঘর ও তাদের পরিবারের সদস্যদের গতি বিধির উপর নজর রেখে চলছে সাদা পোশাকের পুলিশ। জঙ্গিদের এই সাজ সজ্জা রাজ্যের বুকে ফের ডেকে আনতে পারে অশনি সঙ্কেত।এমনটাই মনে করছেন আরক্ষা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *