ডেস্ক রিপোর্টার, ৩০ সেপ্টেম্বর।।
পুজোতে পুলিশের নিরাপত্তার বহর থাকা সত্ত্বেও রক্তাক্ত হলো রাজধানীর মোটর স্ট্যান্ডের রাজপথ। ঘটনা অষ্টমীর সকালে। অবশ্যই এই ঘটনার পর উৎসবের মুখে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবর অনুযায়ী, অষ্টমীর সকালে যখন গোটা বিশ্ব মাতৃ বন্দনায় মাতোয়ারা, ঠিক তখনই এক মাতাল – পাষণ্ড ছেলে রাজপথে মারধর করে তার বৃদ্ধ মাকে । ছেলের আক্রমণে রাজপথেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অসহায় বৃদ্ধ মা। উপস্থিত লোকজন এই ঘটনা দেখে নিজেদের ধরে রাখতে পারেনি। তারা পাল্টা মারধর শুরু করে পাষণ্ড ছেলে। রাজপথে ফেলে টিটন দাশগুপ্ত ও রাহুল সাহা রক্তাক্ত মায়ের মাতাল বেটাকে উত্তম – মধ্যম দেয়। কিন্তু তাদের মারধরের বিষয়টিও অতিরিক্ত হয়ে যায়। তারা নিজেরাই আইন হাতে তুলে নেয় বলে উপস্থিত লোকজনের বক্তব্য।
অবশেষে খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মা – ছেলে উভয়কেই নিয়ে যায় হাসপাতালে।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।সাত সকালে রাজপথে পর পর দুইটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও কোথায় ছিলো পুলিশ? তাহলে কি বলতে হয় না, উৎসবে শহরের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঠুনকো?
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে, অপরাধীরা ইচ্ছা করলেই মানুষকে মারধর ও খুন করতে পারবে। কিন্তু কিছুই করতে পারবে না পুলিশ। হাতে – নাতে তার প্রমাণ দিয়েছে টিটন দাশগুপ্ত ও রাহুল সাহা।
