Agartala News : আইজিএমে ধন্ধুমার, সংঘর্ষে সাফাই কর্মীরা।

ডেস্ক রিপোর্টার, ১লা সেপ্টেম্বর।।
         সোমবার সাত সকালেই তপ্ত হয়ে উঠে শহরের আইজিএম হাসপাতাল। বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘ কুড়ি বছর ধরে সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীরা। তাদের অভিযোগ, এই মুহূর্তে আই জি এম হাসপাতালে একশ জনের অধিক সাফাই কর্মী রয়েছেন। সম্প্রতি এটিএসএফ নামে একটি সংস্থা সাফাই কর্মী নিয়োগের বরাত পায় টেন্ডারের মাধ্যমে। এর আগে ছিলো সুলভ নামে একটি সংস্থা। নতুন কোম্পানি বরাত পাওয়ার পর পুরানো কর্মীদের ছাঁটাই করার চিন্তাভাবনা শুরু করেছে। সংস্থার মালিক বা আধিকারিকরা কেউ এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করে নি।বরং একের দিন একের রকম ফরমান জারি করছে। এই অবস্থায় সাফাই কর্মীদের চাকরি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। তাই আই জি এমের সমস্ত সাফাই কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
       এক সময় নতুন সংস্থার নিয়োগ করা সাফাই কর্মীদের সঙ্গে পুরানো সংস্থার কর্মীদের মারধর শুরু হয়। সুলভ সংস্থার কর্মীরা এটিএসএফের- র কর্মীদের হাসপাতালে ঢুকতে বাধা দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *