ডেস্ক রিপোর্টার, ৮ ডিসেম্বর।।
নিরাপত্তাহীন রাতের আগরতলা। নিরাপত্তাহীনতায় ভুগছে শহরের মহিলা কলেজের হোস্টেলের আবাসিকরা। রবিবার রাতে আচমকা এক নেশা গ্রস্থ যুবক মহিলা কলেজের হোস্টেলে প্রবেশ করে। এবং হোস্টেলের জানালা দিয়ে ঢুকার চেস্টা করে। এই ঘটনা দেখে আতকে উঠে ছাত্রীরা। পরে অবস্থা বেগতিক দেখে বেরিয়ে যায়। যাওয়ার পথে হোস্টেলের অপর ছাত্রীর সঙ্গে করে দুর্ব্যবহার।
এই ঘটনা জানাজানির পর হোস্টেলের সমস্ত ছাত্রীরা বেরিয়ে এসে। বিষয়টি জানানো হয় পুলিশকে। প্রশ্ন হচ্ছে ছাত্রীদের হোস্টেলের নিরাপত্তা নিয়ে। মহিলা হোস্টেলের পাশেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাড়ি। গোটা অঞ্চলে থেকে উচ্চ নিরাপত্তা। তারপরও নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে কিভাবে এই যুবক প্রবেশ করলো মহিলা কলেজের হোস্টেলে?

