ডেস্ক রিপোর্টার,৮ সেপ্টেম্বর।।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স- র যৌথ উদ্যোগে সোমবার শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। যার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগতি করা। এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন? সেই বিষয় জন সন্মুখে তুলে ধরার জন্যই এই পদযাত্রা। জানালেন সংস্থার কর্মকর্তারা।

এদিনের এই পদযাত্রা উদ্বোধন করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ। ছিলেন দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায়। সংস্থার সভাপতি ও সম্পাদক। ছাত্রছাত্রীরা র্যালির সূচনা করে শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। তিলোত্তমা আগরতলার বিভিন্ন পথ ঘুরে র্যালি পুনরায় শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে।