ডেস্ক রিপোর্টার,৩ সেপ্টেম্বর।।
হাঁপানিয়া থেকে নিখোঁজ আইএলএস হাসপাতাল সংলগ্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সায়ন দাস। ইতোমধ্যে সায়নের মা আমতলী থানায় মিসিং ডায়েরি করেছেন। পুলিশ সায়নের সন্ধানে বেরিয়েছে।এবং হাঁপানিয়াস্থিত রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করে খোঁজ খবর করছে।
সায়নের পরিবারের সদস্যদের খবর, হাঁপানিয়ার টিএমসি সংলগ্ন এলাকার বাসিন্দা শিব প্রসাদ দাসের ছেলে সায়ন দাস। তার বাবা কর্মসূত্রে থাকেন বাড়ির বাইরে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সায়ন দাস বাড়িতে স্কুলের বাসে করে স্কুলে যায়। স্কুল ছুটির পর পুনরায় বাসে করে হাঁপানিয়া স্ট্যান্ডে নেমে যায়। এরপর সায়ন আর বাড়িতে ফিরে যায় নি। মা বহু খোঁজাখুঁজির পর সায়নকে খুঁজে পায় নি। শেষ পর্যন্ত বুধবার সকালে সায়নের মা আমতলী থানায় মিসিং ডায়েরি করেছেন। আভিযোগ, প্রাথমিক ভাবে পুলিশ মিসিং ডায়েরি নথি ভুক্ত করতে চায় নি। যদিও পরবর্তী সময়ে অনেক জারিজুরি পর পুলিশ মিসিং ডায়েরি নথি ভুক্ত করে।এবং থানার সেকেন্ড অফিসারের নেতৃত্বে সায়নের সন্ধানে কাজ শুরু করে পুলিশ। এই খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো সায়নের সন্ধান করতে পারেনি।
