ডেস্ক রিপোর্টার,১৩ আগস্ট।।
দেশের বহু স্বাধীনতা সংগ্রামী আছেন, যাদেরকে মানুষ চিনেন, জানেন। কিন্তু এরকম বহু স্বাধীনতা সংগ্রামী আছেন, যাদের মানুষ জানেন না। উত্তর – পূর্বাঞ্চলে অজানা স্বাধীনতা সংগ্রামীদের তালিকা নেহাত কম নয়।
রাজ্যের ললিত কলা একাডেমির শিল্পীরা গত দুই বছর আগে এরকম অজানা ৪৫ জন স্বাধীনতা সংগ্রামীর ভাস্কর্য নির্মাণ করেছেন। কিন্তু কোনো এক কারণে এই অজানা স্বাধীনতা সংগ্রামীদের মর্মর মূর্তি রাজ্যে স্থাপন করা হয় নি। তাই বুধবার এই সমস্ত মূর্তি নিয়ে “হর ঘর তেরঙ্গা” মিছিল করে লালিত কলা একাডেমি। তাদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ললিত কলা একাডেমির এদিনের মিছিলে ছিলেন রাজ্যের বর্ষীয়ান সম্পাদকরা। তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিল্পীদের তৈরি অজানা স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিগুলি শহরের বিভিন্ন জায়গাতে স্থাপন করা আবশ্যক। এর ফলে স্বাধীনতা সংগ্রামী ও শিল্পীদের সন্মান জানানো হবে।
