ডেস্ক রিপোর্টার,১১ আগস্ট।।
ত্রিপুরা এখন ড্রাগস ক্যাপিটেল। রোজ রাজ্যের কোনো না কোনো জায়গাতে পুলিশ আটক করছে মাদক সামগ্রী। গ্রেফতার করছে কারবারের চাইদের। সাব্রুম থেকে ধর্মনগর, সর্বত্র একই অবস্থা।
সোমবার প্রাপ্ত খবরের ভিত্তিতে পশ্চিম থানার
পুলিশ রাজধানীর বটতলার এক জুতার দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করে। পুলিশ গ্রেফতার করেছে জুতার দোকানের মালিককে। উদ্ধার কৃত মাদক সামগ্রী সহ দোকানের মালিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
